সদরসিরাজগঞ্জ

কাওয়াকোলা ইউনিয়নে ৪০০ জনকে বয়স্ক-বিধবা- প্রতিবন্ধী-ভাতা প্রদান

দারিদ্র্য বিমোচন এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষে ৫ কোটি মানুষকে প্রতি মাসে ভাতা প্রদান করছে সরকার। এতে সরকারের ব্যয় হচ্ছে বছরে ৫৭ হাজার ২২৩ কোটি টাকা।

বর্তমানে সামাজিক সুরক্ষা কার্যক্রমের ২৫টি নগদ সহায়তা কর্মসূচির মধ্যে ২২টির অর্থ সরকার থেকে ব্যক্তি (জিটুপি) পদ্ধতিতে দেওয়া হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ছাড়াও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিভাগ নানা কর্মসূচির মাধ্যমে এসব ভাতা ও খাদ্য সহায়তা দিচ্ছে।

গতকাল শনিবার (২১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়নে ৪০০ জনকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রদান করা হয়। ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভোগীদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠানের সভাপতি ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের তরুন চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সি, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা.মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি। এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইয়াসিন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের নেতা আনোয়ার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button