নজরুলসংগীতের বরেণ্য শিল্পী ফিরোজা বেগমের নামে প্রবর্তিত পুরস্কার পাচ্ছেন বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী। গুণী শিল্পীর নামে প্রবর্তিত এ পুরস্কারপ্রাপ্তির খবর প্রথম আলোকে নিশ্চিত করেছে আয়োজক কৃর্তপক্ষ। ফিরোজা বেগমের সন্তান ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদও নিশ্চিত করেছেন, এবার দেশের দুই বরেণ্য শিল্পী পাচ্ছেন তাঁর মায়ের নামে দেওয়া এ সম্মাননা।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার-২০২১’ ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। এদিন শিল্পীদের উপস্থিতিতেই তাঁদের হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার। সম্মাননা তুলে দেবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. আখতারুজ্জামান।পুরস্কারের জন্য মনোনীত হওয়ার খবরটি সৈয়দ আব্দুল হাদী জেনেছেন। প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পুরস্কার হাতে নিয়ে তিনি মন্তব্য করবেন। গতকাল সোমবার সন্ধ্যায় কথা হয় ফেরদৌসী রহমানের সঙ্গে।
ফেরদৌসী রহমান বললেন, ‘শিল্পী হিসেবে আমার কাছে সব পুরস্কারই সমান। কখনোই কোনো পুরস্কারকে ছোট বা বড় করে দেখি না। এটা ঠিক, কখনো হয়তো সব জায়গা থেকে পুরস্কার নিতে পারি না, তাই বলে ওই ধরনের আয়োজন খারাপ—এটাও বলি না। এবার যেই পুরস্কারটা পাচ্ছি, এটা শ্রদ্ধেয় ফিরোজা আপা নামের। তিনি অনেক সম্মানীয় একজন শিল্পী, তাঁর নামের একটি পুরস্কার পাওয়া নিঃসন্দেহে ভীষণ রকম আনন্দের। কিছুদিন আগে আমি বশীর আহমেদ ভাইয়ের নামে প্রবর্তিত একটা পুরস্কারও আনতে গিয়েছিলাম হুইলচেয়ারে করে। আমি মনে করি, ভালোবেসে পুরস্কার দিচ্ছে, এটাই বড় কথা। আয়োজকেরা উপযুক্ত মনে করেই এ পুরস্কার দিচ্ছে। তাই এটা অনেক গৌরবের।’