স্টাফ রিপোর্টার : ভাষার মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই মাসেই ভাষার অধিকার প্রতিষ্ঠায় জীবন দেন বরকত, সালাম, রফিক, জব্বার প্রমখ ভাষা সংগ্রামীগণ।
সিরাজগঞ্জের ৪৮ সাল থেকে প্রয়াত সাংবাদিক, প্রগতিশীল রাজনীতিক সাইফুল ইসলামের নেতৃত্বে তরুন-যুবক জনতা সংগঠিত হয়। থ্রি মাসকেটিযার্স খ্যাত সাইফুল ইসলাম, মীর আবুল হোসেন, নজরুল ইসলাম এই তিন বন্ধুর ৪৮ সালের আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে ৫২ সালে শহর থেকে গ্রাম অবধি আরও বিস্তৃত হয়। আন্দোলনে যুক্ত হয় আজিজ মেহের, আনোয়ার হোসেন রতু, তমিজুল ইসলাম, মির্জা মোরাদুজ্জামান, আবুল হোসেন, আবুল ফাত্তাহ নুরে এলাহী, সাহেব আলী, ফাররুক শিয়র, সগির মাষ্টার, খোরশেদ আলম, নুরুন্নবী (পুতুল), মফিজউদ্দিন তালুকদার, সৈয়দ কায়ছার আলী, সাহাবুদ্দীন সরকার, খোকা বকস রোকনী, আব্দুস সামাদ, জসিমউদ্দিন, নির্মল বসাক, সূর্যকান্ত দে, সুর্য জাফর ইমাম ভোলা, আলী আকবর, হেনা, বিজলী, মনিকাসহ হাজারো তরুন যুবক।
এ আন্দোলনে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেন সিরাজগঞ্জের কৃতীজন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী,আব্দুল মতিন, আলী আজমল, আব্দুর রশিদ তর্কবাগীশ, কে. জি. মুস্তফা, খন্দকার মো. ইলিয়াছ, নূরুল আলম, ফজলে লোহানী প্রমুখ। ঢাকায় আন্দোলনে আরো যুক্ত হন আমানুল হক, ডা. মহিউদ্দিন খান, ডা. মতিযার রহমান, মোতালেব খান, আব্দুল্লা আল মুতি শরফুদ্দিন, আঞ্চলিক ও জাতীয পর্যায়ে মমিন তালুকদার, আঞ্চলিক পর্যায়ে মোতাহার হোসেন তালুকদার প্রমুখ ভাষা সংগ্রামীগণ।
ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকেই ধাপে ধাপে গড়ে ওঠে ভাষাভিত্তিক জাতীয়তার বোধ এবং বাংগালী জাতিয়তাবাদ। সব শেষে জয় বাংলা, বীর বাঙালী অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর শ্লোগনে পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্যদিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন রাষ্ট্রভুমি বাংলাদেশ। অথচ ক্রমে ক্রমে আমরা ভুল বসেছি সিরাজগঞ্জের এই ভাষা সংগ্রামীদের।
বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এবছর ফেব্রুয়ারি মাসে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের সিরাজগঞ্জের ভাষা সংগ্রামীদের জীবনী পাঠাগারের তরুন-যুবকদের পড়তে উদ্বুদ্ধ করে। এ উদ্যোগে ২৮ জন পাঠক সদস্য পঠিত ভাষাসংগ্রামীদের জীবনী উপস্থাপন করে।
গত শুক্রবার, ১ মার্চ বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষির্কীর অনুষ্ঠানে ভাষা সংগ্রামীদের জীবনী পাঠ উদ্যোগে অংশগ্রহণকারী সদস্যদের হাতে বই পুরস্কার তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পাঠাগারের সেরা ১১ জন বই পাঠকের হাতে বই তুলে দেওয়া হয়।
বীর মুকিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারের সভাপতি, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠক সদস্যদের হাতে বই উপহার তুলে দেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, গণমাধ্যম কর্মী ইমতিয়ার শামীম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সহকারী সম্পাদক মামুন রশিদ, পাঠাগারের আজীবন সদস্য ডা. নিত্যরজ্জন পাল। এছাড়াও অনুষ্ঠানে পাঠাগারের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, শতাধিক পাঠক সদস্য ও তাদের পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।