সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ৪ টি ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ ও গরীব অসহায়দের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ দিয়েছে সরকার। ইতিমধ্যে উপজেলার ২ টি ইউনিয়নে ভিজিএফ কার্ড ও ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
গত বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ২ নং ঝাঐল ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ভিজিএফের কার্ড বিতরণের সময় নগদ অর্থ বিতরণ করে অনন্য এক নজির স্থাপন করেছেন ইউপি সদস্য মো. কোরবান আলী।
জানা গেছে, ইউপি সদস্য কোরবান আলী তার ১ নং ওয়ার্ডের জন্য ১ শত ভিজিএফ কার্ড বরাদ্দ পান। এই কার্ডগুলো বিতরণ করতে তার ওয়ার্ডে মাইকিং করে দুস্থ ও গরীব অসহায়দের কার্ড গুলো নিয়ে যাওয়া জন্য বলা হয়। এসময় ১০০ শত কার্ডের বিপরীতে প্রায় ২০০ শত মানুষ উপস্থিত হয়। সবাইকে বলা হয় কার্ড বরাদ্দের কথা এবং ১০০ শত জনকে দেয়া হয় কার্ড ও বাকি ১০০শত জনকে দেয়া হয় কার্ডের মূল্য অনুযায়ী ২০০ শত করে টাকা।
এবিষয়ে ইউপি সদস্য কোরবান আলী জানান, আমার ওয়ার্ডের সকল গরীব অসহায়দের সরকারি বরাদ্দ পাওয়ার অধিকার রয়েছে। এবার ঈদের সামনে ভিজিএফ এর কার্ড পেয়েছি মাত্র ১০০ শত। আমি জানি এর থেকে বেশি গরিব অসহায় রয়েছে আমার ওয়ার্ডে তাই সবাই-কে মাইকিং করে ডেকে নিয়ে এসে বিষয়টি বুঝিয়েছি। ১০০ শত জনকে কার্ড ও ১০০শত জনকে নিজের পকেট থেকে কার্ডের মূল্য অনুযায়ী টাকা দিয়েছি।