সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিকদের  অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের সঙ্গে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। গত ১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, দুপুরে সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভির সার্জন ডা. রামপদ রায়।

সভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বিভিন্ন তথ্য সম্বলিত ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইউসুফ।

সভায় সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী ২০ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। ক্যাম্পেইনে একইসঙ্গে সিরাজগঞ্জে ৪ লাখ ৭৮ হাজার ৩ শত ৫০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।  তিনি জানান, ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল  ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন এসময় আরও বলেন, ক্যাম্পেইনে বয়স অনুযায়ী নীল ও লাল রঙের ভিটামিন  এ ক্যাপসুল খাওয়ানের পাশাপাশি পুষ্টি বার্তাও প্রচার করা হবে। তিনি জানান, জন্মের পর পরই নবজাতককে শালদুধসহ মায়ের দুধ খাওয়ানো। এবং এসময় পানি, মধু, চিনি বা মিসরির পানি ইত্যাদি না খাওয়ানো, শিশুর বয়স ৬ মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি পরিমানমত ঘরে তৈরি সুষম খাবার প্রয়োজন। এছাড়া মা এবং শিশুর পুষ্টির জন্য গর্ভবতী ও প্রসুতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি পরিমানে ভিটামিন এ সমৃদ্ধ প্রাণিজ খাবার ও পরিবারের রান্নায় ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার করার জরুরি ও গুরুত্বপূর্ন। ক্যাম্পেইনের সময় এসব পুষ্টি বার্তার প্রচারণাও পরিচালনা করা হবে।

সিভিল সার্জন জানান, সিরাজগঞ্জ জেলায় প্রতিদিন সকাল ৮টা  থেকে  বিকাল ৪ টা পর্যন্ত সময়ে জেলার ১৩টি স্থায়ী এবং ২হাজার ২শত ৫টি অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ২হাজার ২শত ১৮টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে প্রায় ৫৩ হাজার ৫শত জনকে বয়স অনুযায়ী নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।  ক্যাম্পেইন কার্যক্রমে সফল করার জন্য জেলায় প্রায় ৪ হাজার ৪৮৪ জন স্বেচ্ছাসেবকের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৭৩৮ জন মাঠকর্মী কার্যক্রমে নিয়োজিত থাকবেন। এছাড়াও ১ হাজার ৪১ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক টিকাদান কেন্দ্র সমূহ সরাসরি তত্ত্বাবধান করবেন।

এসময় অন্য এক প্রশ্লোত্তরে সিভির সার্জন জানান, গতকাল থেকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। ইতিপুর্বে কাজীপুর, শাহজাদপুর, রায়গঞ্জ, কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে বেলকুচি উপজেলায় অপারেশন কার্যক্রম শুরু করার প্রচেষ্টা অব্যহত রয়েছে।

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন গণমাধ্যম কর্মী হেলাল আহমেদ, ইসরাইল হোসেন বাবু, হারুন অর রশিদ খান হাসান, শহিদুল ইসলাম ফিলিপস প্রমুখ।  সভায় সিরাজগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button