সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল ইউনিয়নের শিয়ালকোল আরএইচডি হতে ক্ষুদ্র শিয়ালকোলের সড়ক এবং বহুলী আরডি হতে শিলন্দা ভায়া আর এইচডি ভায়া শ্যামপুর দাখিল মাদ্রাসা পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাস্তা দুটির ভিত্তি প্রস্তর স্থাপন শেষে শিলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিয়ালকোল ইউনিয়ন আ.লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি এমপি মুন্না বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো জনগণের ভাগ্যোন্নয়নের সরকার। শেখ হাসিনার প্রযুক্তি নির্ভর উন্নয়নের মডেল বিাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করেছে । পদ্মাসেতু নির্মাণ করে, ঢাকা মেট্রোরেল প্রকল্প, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেলের মত বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দুরদর্শিতা ও এসময় প্রধান অতিথি আরও বলেন, সারাদেশের উন্নয়নের ন্যায় সিরাজগঞ্জেও ব্যাপক উন্নয়ন করা হচ্ছে । উন্নয়ন করা হয়েছে শিক্ষা, স্বাস্থ্যখাতে। অবহেলিত এই শিয়ালকোলের রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান, শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নির্মাণ করা হয়েছে, চালু করা হয়েছে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তার আওতায় ভাতা ।
তিনি আরও বলেন, নির্বাচন আসেলই বিএনপি-জামাত আন্দোলনের নামে নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টি করে। এবার সেই স্বপ্ন সফল হবে না। আওয়ামী লীগ তা প্রতিরোধ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সজল, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আমিনুর ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমীন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীন তালুকদার। সভায় সভাপতিত্ব করেন, শিয়ালকোল ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলম হোসেন।