স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২কে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা জেলা কার্যালয়ের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির এক মহড়া সিরাজগঞ্জ সয়দাবাদ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আকর্ষণীয় এই মহড়ার উদ্বোধন করেন সিরাজগঞ্জের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. তমাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সফিউল্লাহ , জেলাত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ। আকর্ষণীয় মহড়ায় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন দুর্যোগের সময়ে কিভাবে উদ্ধার অভিযান পরিচালনা করতে হয় তা প্রদর্শন করেন।