
শাহজাদপুর প্রতিনিধি : প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) ভূমিহীন -গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরে শুভ উদ্বোধন ও শাহজাদপুর উপজেলাকে ভূমিহীন- গৃহহীন মুক্ত ঘোষনা। প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবেনা মুজিববর্ষের এই অঙ্গীকারকে সামনে রেখে,প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) শাহজাদপুরে নতুন করে ভূমিহীন ও গৃহহীন ৮১ টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন ও সেই সাথে শাহজাদপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
গত বুধবার সকাল সারে আটটার সময় শাহজাদপুর রবীন্দ্র অডিটরিয়মে ভিডিও কনফেরেন্সের মাধ্যমে এ শুভ উদ্বোধন ও ঘোষনা দেয়া হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি,সূধীজন ও গৃহহীন ৮১টি পরিবার উপস্থিত ছিলেন।পরিশেষে উপজেলার ৮১ টি গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, এনিয়ে শাহজাদপুরে মোট ৩৬২ টি ভূমিহীন – গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।





