সংবাদদাতা প্রেরীত: রায়গঞ্জ উপজেলায় হয়ে গেল কলাগাছের তৈরি ভেলার ব্যতিক্রমী বাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে উপজেলার হাসিল-রৌহা দক্ষিণপাড়ার মধ্যস্থ খালে এই ব্যতিক্রমী ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার স্থানীয় হাসিল-রৌহা গ্রামের যুব সমাজের আয়োজনে এবং সরকার ব্রিকস এর সার্বিক সহযোগিতায় এ ভেলা বাইচে মোট ২৯ টি দল অংশ নেয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ বাইচ দেখতে শত শত মানুষ উপস্থিত হয়।
গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ভেলা বাইচ প্রতিযোগীতায় বীর মুক্তিযোদ্ধা গাজী মো. জালাল উদ্দিন সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. গোলাম হোসেন শোভন সরকার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন টিটু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আরিফ মাহমুদ মিয়া, ব্রহ্মগাছা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন,ধানগড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জিন্নাহ প্রমুখ।
ঐতিহ্যবাহী ভেলার বাইচ প্রতিযোগিতায় রায়গঞ্জ উপজেলার বিদ্যুত ভেলা ১ম স্থান, মকিম ভেলা ২য় স্থান এবং জিন্নাহ ভেলা ৩য় স্থান লাভ করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এই বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে।