সদরসিরাজগঞ্জ

জেলা নির্বাচন অফিসের উদ্যোগে  ভোটার দিবস ২০২৪ পালন

” সঠিক তথ্যে ভোটার হবো,  স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ”  এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন ৬ষ্ঠ  জাতীয় ভোটার দিবস ২০২৪  উপলক্ষে বনার্ঢ্য  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত শনিবার  (০২ মার্চ)  সকালে জেলা প্রশাসন,  ও জেলা নির্বাচন অফিস সিরাজগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে কালেক্টোরেট চত্বরে থেকে  বনার্ঢ্য  র‍্যালি শহরে প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বর এসে শেষ হয়।  এর আগে ফেস্টুন উড়িয়ে র‍্যালির  শুভ উদ্বোধন করেন,  অনুষ্ঠানের প্রধান অতিথি  অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতিরায় ।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে ২ মার্চ  জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় জেলা নির্বাচন অফিসার  মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  অতিরিক্ত জেলা  প্রশাসক ( সার্বিক)  গনপতিরায়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি  গনপতিরায়  তার বক্তব্য বলেন, দেশ পরিচালনার জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। আর সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সঠিক ভোটার তালিকা। জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় ভুল তথ্য থাকায় অনেকে নানা বিড়ম্বনায় পড়ছেন। তাই সঠিক তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। বর্তমান চোখের আইরিশ ব্যবহার করে স্বচ্ছ প্রক্রিয়ায় ছবিসহ স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশের অন্যতম স্তম্ভ হলো স্মার্ট নাগরিক। আর স্মার্ট নাগরিকের সঠিক তথ্যে জাতীয় পরিচয়পত্র থাকা আব্যশক। জন্মের পর সঠিক তথ্য দিয়ে প্রত্যেক শিশুর জন্ম নিবন্ধন করতে হবে। এ লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।ভোটাধিকার সম্পর্কেও জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এখন সকল ধরনের সেবা নেওয়ার ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন। ভোটার কিন্তু আলাদা গুরুত্ব বহন করে।  ‘দেশের সচেতন নাগরিক হিসেবে ভোটার হওয়া এবং ভোট দেওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। এছাড়া এখন প্রায় প্রতিটি দাপ্তরিক কাজে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন পড়ে। নির্বাচন কমিশন এখন বিশ্বমানের স্মার্টকার্ড দিচ্ছে, যা দেশের নাগরিকদের অনেক গুরুত্বপূর্ণ কাজে আসছে। খেয়াল রাখতে হবে চুয়াডাঙ্গা সীমান্তবর্তী জেলা, তাই যেন বাইরের কেউ ভোটার তালিকায় নাম লিখিয়ে না ফেলে।’

অনুষ্ঠানে সভাপতি জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম তিনি বলেন, ভোটাররা স্মার্ট কার্ডের মাধ্যমে ৩০টি সেবা পাচ্ছেন। এখন এনআইডির বাই প্রোডাক্ট হয়ে গেছে ভোটার কার্ড। এনআইডির বিষয় আজ নয়, আজ ভোটার দিবস। কীভাবে এটি বর্তমান পর্যায়ে এল, এটি ইতিহাসের একটা বিষয়। ভোটারের বিষয় যখন হয়, তখন প্রতিনিধিত্বের বিষয় আসে। আমরা ইতিহাস বেশি জানি না। আগে কলোনি ছিল, তার আগে রাজত্ব ছিল, ভোটাধিকার ছিল না। জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন ভুল তথ্য সংশোধনে সেবা গ্রহণকারীকে কোন অবস্থাতেই যেন হায়রানি করা না হয়। ভোট উঠানো এবং জাতীয় পরিচয়পত্রের ভুল তথ্য সংশোধন আগের তুলনায় অনেক সহজ করা হয়েছে ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে। বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  অতিরিক্ত  পুলিশ সুপার মো. শামসুল আজম, সাবেক জেলা কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা গাজী সফিকুল ইসলাম শফি,  বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী সরকার,  রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম,  সমাজসেবা কার্যালয়ের রেজিস্টার জেল হোসেন, মহিলা বিষয়ক কার্যালয়ের বাবুল হোসেন, প্রমুখ, এবং  তৃতীয় লিঙ্গ প্রতিনিধি,  ও বিভিন্ন  পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও  জেলা নির্বাচন অফিসের উচ্চমান সহকারী মো. বাবুল আক্তার, জেলা নির্বাচন অফিসের সাট মুদ্রাক্ষয়ী মো. আব্দুল হামীদ সরকার,  অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন, অনুষ্ঠানে  ইলেকট্রনিকও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button