ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জে যথাযথ মর্যাদার সাথে জাতীয় ভোটার দিবস পালিত হয়। দিবস উপলক্ষে জেলা নির্বাচন অফিসের আয়োজনে ২ মার্চ, বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান। পরে দিবসের র্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলনে কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।
সভায় দিবসে উপর গুরুতারোপ করে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া, সাবেক জেলা আ.লীগের সহসভাপতি আবু ইসহাক তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোরহাব আলী সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন,গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে জনসাধারণ বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে ভোটার দিবস পালন করা হয়। বাংলাদেশেও ২ মার্চ ভোটার দিবস পালন করা হয়। বর্তমান সরকার নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী ২০১৯ সালে ২ মার্চ তারিখ জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা করে। এরপর হতে প্রতি বছর যথাযগ্যে মর্যাদার সাথে ২ মার্চ জাতীয় ভোেটর দিবস পালিত হয়ে আসছে।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কর্মকর্তা নুরজাহান খাতুন,সহকারী প্রোগ্রামার (আউটসোর্সিং) মো. ইমরুল হাসান,উচ্চমান সহকারী মো. বাবুল আকতার,ডাটা এন্ট্রি অপারেটর মো. মনিরুল ইসলাম,আয়শা সিদ্দিকা, মো. আল-আমিন সরকার, ষাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর মো. আব্দুল হামিদ সরকার ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, গণমাধ্যমকর্মীগণ ।