বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর বাগবাড়ি শাখায় লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রামের আওতায় গবাদিপ্রাণির ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন করা হয়। গবাদি প্রাণীর মৃত্যুহার হ্রাস ও সংক্রামক ব্যাধি থেকে ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে প্রকল্পের মডেল ২ কর্মসূচির অংশ হিসেবে কামারখন্দ উপজেলার ঝাওল ইউনিয়নের খামার বড়ধুল, বাগবাড়ি ও বালুকুল গ্রামে ৩২০ গবাদি প্রানিগুলোকে ক্ষুরা রোগের ভ্যাক্সিন প্রদান করা হয়।
কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ অফিস টিকা প্রাপ্তির ব্যাপারে সার্বিক সহযোগিতা করে। এসময় স্বল্প মুল্যে খামারিদের গবাদিপ্রাণীর কৃমিনাশক বিতরণ করা হয়।
উল্লেখ্য, সুইজ অ্যানেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশন-এসডিসি এর অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর বাস্তবায়নে এনডিপিলাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রাম বাস্তবায়ন করছে।
প্রকল্পটি সিরাজগঞ্জ ছাড়াও নাটোর ও পাবনার জেলার ১২ উপজেলায় এনডিপির ২৯টি শাখায় খামারিদের প্রশিক্ষণ প্রদান, ভ্যাকশিনাইজেশন ক্যাম্প এর আয়োজন, গবাদী প্রাণী সুরক্ষা সেবা গঠনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।