সিরাজগঞ্জ

ভ্যান চালক আলমের হত্যাকারী গ্রেফতার, কোর্টে স্বীকারোক্তিমুলুক জবানবন্দি

উল্লাপাড়ায় ভ্যান চালক আলম এর হত্যার মামলার আসামী মো রায়হানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । গত শনিবার সিরাজগঞ্জ কোর্টে ম্যাজিষ্ট্রেটের সামনে সে স্বীকারোক্তিমুলুক জবানবন্দি দেয়।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবির জানান ভ্যান চালক আলম এর হত্যাকারী রায়হানকে গ্রেফতারের পর শনিবার সিরাজগঞ্জ কোর্টে ম্যাজিষ্ট্রেটের সামনে হাজির করলে রায়হান হত্যার কথা স্বীকার করে ম্যাজিষ্ট্রেটের কাছে জবানবন্দি দেয়।
সে জানায় মঙ্গলবার রাত ১২ টার দিকে আলমকে ফোন দিয়ে ডেকে নিয়ে যায় । তারপর একটি মেয়েকে চুক্তি করে তাকে দিয়ে কয়ড়া রতন দিয়ার এলাকার দিয়ার বিলে যায় । সেখানে আলম মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে চাইলে মেয়েটি চুক্তির পুরো টাকা দাবি করে । আলম তা দিতে টালবাহানা করলে মেয়েটি আলমকে লাথি মারলে আলম মাটিতে পরে যায়। তখন দুজন মিলে ওড়না দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে আলমকে হত্যা করে লাশ মাঠে ফেলে রেখে চলে যায়।

থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবির আরও জানায় রায়হানকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে । অন্য আসামীকে গ্রেফতারের স্বার্থে তার নাম প্রকাশ করা যাচ্ছে না ।

গত ১৭ মে রাতে ভ্যান চালক আলম নিখোঁজ হয় । তিনদিন পর তার মরদেহ উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া রতন দিয়ারের দিয়ার বিল থেকে উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানার পুলিশ । এ বিষয়ে তার বড় ভাই মো. সাইফুল ইসলাম উল্লাপাড়া মডেল থানায় বাদি হয়ে মো. রায়হানসহ অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ্য করে মামলা দায়ের করে। পরে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবির এর নেতৃত্বে পুলিশ দল ২৪ ঘন্টার মধ্যে আসামী মো. রায়হানকে গ্রেফতার করতে স্বক্ষম হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button