ওমর ফারুক ভুইয়া, কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল পূর্ববাজারে যানজট নিরসনে রাস্তার উপর দোকানের মালামাল রাখার কারণে দুই দোকানিকে ১০ হাজার টাকা ও দুই অটো ভ্যান গাড়ীর মালিককে ২ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার,২২ জানুয়ারি, বিকেল ৫ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা এই অভিযান পরিচালনা করেন। এসময় যানজট নিরসনের জন্য উপজেলার জামতৈল পূর্ব বাজার সিএনজি স্ট্যান্ড মাষ্টারকে পূর্ব বাজার ভ্যান গ্যারেজ থেকে সিএনজি সরিয়ে পুরাতন সিএনজি স্ট্যান্ডে রাখার নির্দেশ দেন এবং দুটি ভ্যান নির্দিষ্ট গ্যারেজ সীমানায় না রাখায় ১ শত টাকা করে জরিমানা করে।
এছাড়াও ভ্যান গ্যারেজ মোড়ে আধুনিক সাইকেল এন্ড অটো পার্টস হাউজ মালিক বুলবুল রাস্তার উপরে মালামাল রাখায় ৫ হাজার টাকা ও রফিকুল ওয়াকসপও রাস্তার উপরে মালামাল রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা বলেন, জামতৈল পূর্ব বাজারে যানযট নিরসনের জন্য এ অভিযান চলমান থাকবে। আজকে সবাইকে সতর্ক করা হলো তারপরও যদি যানযট নিরসন না হয় আরও কঠিন ব্যবস্থা নেয়া হবে।