উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ার বোয়ালিয়া বাজারে ছয়টি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক ঔষধ জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোছা. খাদিজা খাতুন এ আদালত পরিচালনা করেন।
এসময় তার সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসওয়াদ বিন রাহাত খলিল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। উপজেলার বোয়ালিয়া বাজারের রাব্বি ট্রেডার্স, আবদুল্লাহ বীজ ভান্ডার, আকন্দ ট্রেডার্স, তালুকদার ট্রেডার্স, রফিকুল ট্রেডার্স, রূপালী ট্রেডার্স ও ইফা ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কওে বিভিন্ন কোম্পানীর নানা পরিমাণের ২৫০ বোতল তরল ও ৩০০ প্যাকেট মেয়াদোত্তীর্ণ কীটনাশক ঔষধ জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।