কাজীপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসহ দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার বেলা এগারোটায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ে একযোগে এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।
এউপলক্ষে স্থানীয়ভাবে কাজীপুর উপজেলার মেঘাই বাজারে অবস্থিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। স্থানীয়ভাবে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজীপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নবনিযুক্ত পেশ ইমাম হাফেজ আব্দুল গাফফার।