এনডিপি প্রতিনিধি : রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ধানগড়া কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের আহ্বানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এবং গণসাক্ষরতা অভিযান এর বাস্তবায়নে আশা প্রজেক্টের আর্থিক সহযোগিতায় উপজেলার ধানগড়া ইউনিয়নের ২২টি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি ও পিটিএ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বিষয়ক পরিকল্পনা গ্রহণ করে এবং তা যথাযথভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও জেকেএ মান্নান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন শিবলী।
মতবিনিময় সভা পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম বিদ্যালয়ের উন্নযন পরিকল্পনা তুলে ধরেন। এসময় ছাত্রছাত্রী উপস্থিতি বৃদ্ধি করা, শ্রেণি কক্ষ সজ্জিতকরন, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, এসএমসি ও পিটিএ মিটিং নিযমিত করন করা, দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন, বিদ্যালয়ের আঙ্গিনায় ফুলের বাগান করা, ছাত্র-ছাত্রীদেরকে দুপুরে নাস্তা বা খাবারের ব্যবস্থা করা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব বিষয়ে ধানগড়া কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এর সহযোগিতার দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।