স্টাফ রিপোর্টার : শনিবার, ০৩ সেপ্টেম্বর, সকালে সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অর্থনৈতিক অঞ্চল ২ এর জমির মালিকানা দাবিদার ভুমি মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক অঞ্চলের চায়না ক্রস বাধ ৩ ও ৪ এর মধ্যবর্তী ভুমির মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা য় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। সভা সঞ্চলনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন।
সভায় জমির মালিকদের পক্ষে বক্তব্যে মালিকেরা জানান, গত পাঁচ বছর ধরে তাদের জমি সরকার নিলেও এখনও ওই ভুমির ন্যায্য মূল্য পরিশোধ করেনি সরকার। তাই যতক্ষণ পর্যন্ত তাদের জমির মূল্য দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।
মতবিনিময় সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমপি জাহিদ ফারুক বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গাইড রক্ষা এবং ০৩ ও ০৪ নং ক্রসবাঁধের মধ্যবর্তী এলাকায় অর্থনৈতিক অঞ্চল গড়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এতে সিরাজগঞ্জের নদী ও পানির গভীরতম স্রোতাধারা ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই নদী ব্যবস্থাপনা বজায় রাখা এবং নদী ভাঙ্গন রক্ষার মাধ্যমে সিরাজগঞ্জের জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থানের উন্নয়ন সম্ভব হবে। তিনি এসময় এই অর্থনৈতিক অঞ্চলের জমির মালিকদের অধিগ্রহনকৃত ভূমির পাওনা মূল্য পরিশোধে আশ্বস্ত করেন। তিনি এসময় আরও জানান, কিছু জটিলতার কারনে জমির মালিকরা তাদের টাকা পাইনি। আগামী এক মাসের মধ্যে এই সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন লেফটেন্যানেন্ট কর্ণেল মাহাতাব উদ্দিন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার)পিপিএম (বার), সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন অর্থনৈতিক অঞ্চলের স্বাথরক্ষা কমিটির সভাপতি এসএম মনজুর রহমান মঞ্জু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও অর্থনৈতিক অঞ্চলের স্বার্থরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ পৌরসভা সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম হাসেম ও অর্থনৈতিক অঞ্চল ২ এর ৮ মোজার জমির মালিকগন।
উল্লেখ্য, অর্থনৈতিক অঞ্চল গড়ার লক্ষ্যে নদী শাসিত চায়না ক্রস বাঁধ ০৩ ও ০৪ এর মধ্যবর্তী আট মৌজার জমি মালিকদের থেকে ভূমি অধিগ্রহন করে। কিন্তু অধিগ্রহনকৃত জমির মূল্য পরিশোধ না করায় প্রকল্প সূচনা থেকে জমির মালিকগণ মূল্য আদায়ের লক্ষ্যে বিভিন্ন পন্থায় মানববন্ধন আন্দোলন করা হয়।