উল্লাপাড়া প্রতিনিধ: উল্লাপাড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের সাংবাদিক শিক্ষক ও সুধীজনেরর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলা হলরুমে প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সানোয়ার হোসেন। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, উল্লাপাড়া প্রেসক্লাবের আহবায়ক আলহাজ্ব মো, আব্দুল বাতেন হিরু, সাংবাদিক কল্যাণ ভৌমিক, মো. হাফিজুর রহমান বাবলু, রিয়াজুল ইসলাম সবুজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. ফরিদ উদ্দিন, ঝিকিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মমতাজ হাসান রিটু, প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন রায়, রীনা রাণী রায়, শিক্ষার্থী সানজিদা ও শারমিন প্রমুখ।