স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের পুলিশ সুপার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার)। আসন্ন শারদীয় দুর্গাপূজার সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের মুজিব সড়কের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহা প্রভূর আখড়া মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু। মতবিনিময় সভা সঞ্চালনা করেন পৌর পূজা উদযাপন শাখার সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী রিংকু কুন্ডু।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. রনজিৎ মন্ডল স্বপন, বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিরি সদস্য গণমাধ্যম কর্মী হীরক গুন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, সহসভাপতি বিজয় দত্ত অলক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক, জেলা পূজা উদযাপন জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, যুগ্মসাধারণ সম্পাদক স্বপন স্যানাল, যুগ্মসাধারণ সম্পাদক দেবাশীষ দাস, দপ্তর সম্পাদক সুন্টু গুণসহ জেলা পুজা উদযাপন পরিষদ জেলা কমিটির নেতৃবৃন্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকগণ, শহর ও থানার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মত বিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন মন্দিরের চলমান সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। একই সাথে পুজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে শতভাগ সিসি ক্যামেরা ব্যবহার, বিকল্প বিদ্যুৎ জেনারেটর, মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক চিহ্নিত আইডিসহ, ২১ টি নির্দেশনা প্রদান করা হয়। মত বিনিময় সভা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।