উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় সামাজিক সম্প্রীতি বিষয়ক বিভিন্ন পেশার মানুষকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে উল্লাপাড়া মডেল থানার আয়োজনে থানা চত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল)মো. মাহফুজ হোসেন।
উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া কামিল মাদ্রাসার উপাধক্য মো. আবু তালেব মোল্লা, সাবেক(ওসি) সি আইডি প্রভাত নন্দি, উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুজিত কুমার ঘোষ প্রমুখ।