স্টাফ রিপোর্টার: সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) ফোর বাস্তবায়নের লক্ষ্যে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে আশা প্রজেক্টের সহযোগিতায় এসডিজি ফোর এর লক্ষ্য অর্জনে শিক্ষারমান বৃদ্ধিও কৌশল ও চ্যালেঞ্জ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার, ৬ ডিসেম্বর, সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে বিভিন্ন স্টেকহোল্ডার রযেছে। সরকার সবাইকে অর্ন্তভুক্ত করে একটি সমন্বিত উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এসময় তিনি মানসম্মত শিক্ষা, জীবনব্যাপী শিক্ষার ক্ষেত্রে সরকারের গৃহিত কর্মসূচির পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসুচি আওতায় সহায়তা প্রদানের বিষয়ও তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন বর্তমান সরকারের আশ্রয়ন প্রকল্প বিশে^ একটি উদাহরণ। তিনি এসময় সরকারের উন্নয়ন উদ্যোগের পাশাপাশি সরকারের প্রত্যাশিত উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর অংশীদারিত্বের ভুমিকার ওপর গুরুত্বআরোপ করেন। এসময় তিনি শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে বেসরকারি উন্নয়ন সংস্থাকে আরও ভূমিকা পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন সভার সভাপতি ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। তিনি তার বক্তব্যে বলেন, এনডিপি বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচির মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য অন্যতম দুটি দিক। তিনি বলেন মানসম্মত শিক্ষার জন্য এনডিপি তার কর্ম এলাকায় দীর্ঘদিন ধরে গণসাক্ষরতা অভিযানের সঙ্গে কাজ করে আসছে। আজকের মতবিনিময় সভা সেই ধারাবাহিকতার অংশ।
সভায় ব্র্যাক বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ইউনেসকো কনসালটেন ড. জিয়া-উস সবুর এসডিজি ফোর লিংকিং অষ্টম ফাইভ ইয়ার ও শিক্ষার পরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি প্রাক শৈশব, শৈশব, প্রাথমিক, মাধ্যমিক, ভোকেশনাল, উপানুষ্ঠানিক ও মাদ্রাসা শিক্ষার কৌশল ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন।
এনডিপি‘র উপপরিচালক (এমঅ্যান্ডই) কাজী মাসুদুজ্জামান এর সঞ্চালনায় সাসটেইবেল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) ফোর এর লক্ষ্য অর্জনে মতবিনিময় সভার প্রতিপাদ্যের উদ্যোশ্য বর্ণনা করেন গণসাক্ষরতা অভিযান এর উপকার্যক্রম ব্যবস্থাপক মো. আব্দুর রউফ। তিনি তার বক্তব্যে বলেন এসডিজি ফোরকে বাস্তবায়নে শিখন পরিবেশ, মানসম্মত শিক্ষা ও সবার জন্য শিক্ষাবৃত্তি চালু করার প্রয়োজনীয়তা রয়েছে।
সভার উম্মুক্ত আলোচনা সভায় অংশগ্রহনকারীগণ এসডিপি ফোর শিক্ষা লক্ষ্য অর্জনে কার্যক্রম বাস্তবায়নে সিরাজগঞ্জ জেলায় তৃণমূল পর্যায়ের সমস্যা ও তার সমাধানের সুনির্দিষ্ট ও সুচিন্তিত মতামত তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফসার আলী, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম সেখ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)‘র প্রতিবন্ধীতা ও শিক্ষা কর্মসূচির উপ ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, এমডিপি‘র নির্বাহী পরিচালক মো. আসলাম সেখ, দীপ সেতু‘র প্রতিনিধি মো. সহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিদ্যালয় পরিচালনা পরিষদ, ধর্মীর প্রতিষ্ঠান প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।