ফজলুল হক খান রায়গঞ্জ থেকে : রায়গঞ্জে এসডিজি অর্জনে ২০৩০ এবং সি.আর.ভি.এস দশক-২০২৪ উপলক্ষে রায়গঞ্জ উপজেলায় শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনে করনীয় সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, পৌর মেয়র আব্দুল্লাহ আল-পাঠান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমিমুল ইহসান তৌহিদ।
এ সময় অন্যান্যের মধ্যে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সমুন, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন, ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে.এম. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল মারুফ।