সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বিলচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ মে, বুধবার, এসএমসি, পিটিএ, স্লিপ ও স্যাক কমিটির সদস্যদের সাথে বিদ্যালয়ের উন্নয়নে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপোর মতবিনিময় সভা বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান হোসেন।
সভায় সভাপতিত্ব করেন বিলচন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোঃ রেজাউল আলম। সভা পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।
সভায় বিদ্যালয়ের উন্নয়নে অবকাঠামো পরিবর্তন, নিয়মিত মা সমাবেশ নিশ্চিত করা, এসএমসি, পিটিএ নিয়মিত মিটিং করা, ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস ব্যবহার নিশ্চিত করা, উপস্থিতি নিশ্চিতকরণে প্রযোজনীয় উদ্যোগ গ্রহন, নিয়মিত ছাত্রছাত্রীর বাড়ী ভিজিট, এসএমসি, পিটিএ কমিটিসহ বিভিন্ন কমিটির সদস্যগনের বিদ্যালয় পরিদর্শন, বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষা কর্মকর্তাদের সাথে যোগাযোগ, বিদ্যালয়ে বার্ষিক যে কোন অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিদেরকে আমন্ত্রণ জানানো, বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতি বিষয়ে শিক্ষকগণ অভিভাবক ও কমিটির সদস্যদেরকে অবগত করা প্রভৃতি ইস্যুতে আলোচনা করা হয়।।
এছাড়াও বিদ্যালয়ে যথাযথ পাঠদান হচ্ছে কি না, শিক্ষক-শিক্ষকাগণ সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে কিনা, শিক্ষারমান সহ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষে উপস্থিত সকলে এবং সভার সভাপতি এনডিপির সকল কার্যক্রম সহ আশা প্রজেক্টের কার্যক্রমের প্রশংসা করেন এবং আশা প্রজেক্টের সফলতা কামনা করেন।