কামারখন্দসিরাজগঞ্জ

কামারখন্দে নবাগত ইউএনওর সাথে মতবিনিময়

কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানার সাথে সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষের মতবিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ১ আগস্ট বিকেল সাড়ে তিনটায় উপজেলা সভা কক্ষে এ মতবিনিময় হয়।

মতবিনিম সভায় কামারখন্দ প্রেসক্লাবের সাংবাদিকেরা উপজেলায় মাদক, ইভটিজিং, জুয়া, বাল্যবিবাসহ বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন এবং এ ধরনের সামাজিক অবক্ষয়ের প্রতিকার চেয়ে বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামিলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, কামারখন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button