সিরাজগঞ্জে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মতবিনিময় সভা ও নৌকা মার্কায় ভোট চাইলেন জেলা আওয়ামী লীগ নেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
গত শুক্রবার ( ১৮ আগস্ট, বিকেল ৪ টায় পাইকোশা বাজার এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য জেলা আওয়ামীলীগ মো. মিজানুর রহমান দুদু। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এসময়ে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. নাসির তালুকদার, জেলা স্বেচ্ছাসেবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, কামারখন্দ উপজেলা আওয়ামীলীগ মো. খলিলুর রহমান, দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামীলীগ মো. সোহেল রানা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ ও যুগ্ম-সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখা আল মামুন জুয়েল, স্বাস্থ্য সম্পাদক উপজেলা আওয়ামীলীগ জুলফিকার মতিন বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগ ঝাঐল মো. হাফিজুর রহমান, ঝাঐল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা ছাএলীগের সহসভাপতি রিজভী সরকার, আওয়ামী যুবলীগ জামতল ইউনিয়নের আবু সাহান, সদস্য মো. আবু মুছা প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি তার বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর প্রাণনাশের মাধ্যমে ষড়যন্ত্রকারী শুধু ব্যাক্তি মুজিবুর রহমান কে হত্যা করেনি বরং তারা চেয়েছিল বঙ্গবন্ধুর আর্দশ তথা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করতে। কিন্তু ঘাতকেরা বাঙালির মন থেকে যেমন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি কে মুছে ফেলতে পারেনি তেমনিই মুক্তিযুদ্ধের চেতনার চিরন্তন শিখাকে ও নিভিয়ে দিতে পারেনি। রাষ্ট্রদ্রত উপস্থিত সকলকে স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবে রূপান্তর করার কাজে সংকল্পবদ্ধ হবার জন্য আহবান জানান। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে চতুর্থবারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।