সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়ী করতে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ড. জান্নাত আরা হেনরী।
গত মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে পৌরসভার সভাকক্ষে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার। কিন্তু ঘাতকেরা তাকে হত্যা করায় সে স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। তারই কন্যা শেখ হাসিনা তারই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করছেন। বর্তমানে বিশ্বের দরবারে উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশের সুনাম অনেক বৃদ্ধি পেয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার ১ প্যানেল মেয়র মো. নুরুল হক, প্যানেল ২ মেয়র রিয়াদ রহমান, মহিলা কাউন্সিলর রোমানা রেশমা, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মীরা ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন তারা, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন প্রমূখ।