১৪ মার্চ বৃহস্পতিবার এনডিপি প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রানালয়ের প্রকল্প পরিচালকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এনডিপি প্রধান কার্যালয়ে আগমনে সন্মানিত অতিথি মহোদয়কে ফুলের তোরা দিয়ে বরন করেন এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান।
সভায় উপস্থিত ছিলেন জনাব তোফায়েল আহম্মে- জয়েন্ট রেজিষ্টার ও প্রকল্প পরিচালক, “Expansion of Milk Producer’s Cooperatives in Milk Deficient Upazilas (EMPC) Project এবং এনডিপি-র পক্ষে উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ও পরিচালক(কার্যক্রম) শাহ মোহা. আজাদ ইকবাল ও প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. মাসুদ মন্ডল ও আরএমটিপি প্রকল্পের অন্যান্য কর্মকর্তা।
প্রকল্প ব্যবস্থাপক আরএমটিপি প্রকল্পের কার্যক্রমের উপর মাল্টিমিডিয়ার মাধ্যমে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন সম্মানিত অতিথী মহোদয় প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত কার্যক্রম খুবই আগ্রহ প্রকাশ করেন এবং তার প্রকল্পে কিছু কার্যক্রম অন্তর্ভূক্ত করার কথা বলেন, বিশেষ করে খামারিওে টেলিমেডিসিন সেবা প্রাপ্তি এবং উদ্যোক্তাদের উৎপাদিত দুগ্ধজাত পণ্যের বাজার সম্প্রসারন ও বিএসটিআই ও আএসও সন প্রাপ্তির বিষয়ক কার্যক্রম তাকে আকৃষ্ট করে বলে জানান।
ফোকাল পার্সন শাহ মোহাঃ আজাদ ইকবাল এনডিপি কর্তৃক বাস্তবায়িত অন্যান্য ডেইরী বিষয়ক প্রকল্প RMTP, SEP ও PACE প্রকল্পের সফলতা নিয়েও সভায় আলোচনা করেন, তিনি বলেন দুগ্ধজাত পণ্যের উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও বৈচিত্রকরণে এ প্রকল্প সমুহের যথেষ্ট অবদান রয়েছে। প্রকল্প পরিচালক EMPC, তোফায়েল আহম্মে জানান, এ অঞ্চলে এ সকল প্রকল্প বাস্তবায়নের যথেষ্ট সুযোগ ও সম্ভাবনা রয়েছে এবং এ সম্পর্কিত কাজের আরো উন্নয়নের জন্য আমারে প্রকল্পের সাথে খুব অচিরেই এনডিপি-ও একটা সমঝোতা স্বাক্ষর হবে বলে তিনি আশাবা ব্যক্ত করেন।