সদরসিরাজগঞ্জ

তৃণমূল হিন্দু ঐক্য পরিষদের সঙ্গে এমপি মুন্নার মতবিনিময়

সংবাদদাতা প্রেরীত: আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এর সঙ্গে তৃণমূল হিন্দু ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । শুক্রবার সকালে শহরের অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এর বাসভবনে তৃণমূল হিন্দু ঐক্য পরিষদের সভাপতি রতন গুপ্তার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন,সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ পিনু, তৃণমূল হিন্দু ঐক্য পরিষদের কার্যকরি সভাপতি লিটন বিশ্বাস, সাধারণ সম্পাদক চঞ্চল সিং, হরিজন ঐক্য পরিষদের সভাপতি অপু বাল্মিকী, সুমন হেলা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক মিঠুন সিং। এসময় প্রধান অতিথি ডা. হাবিবে মিল্লাত বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশে সকল মানুষ সমানভাবে ধর্মীয় উৎসব পালন করে থাকে, সকল মানুষ নিরাপদে জীবন যাপন করতে পারেন। আওয়ামী লীগ সরকার এদেশের সকল মানুষকে সমঅধিকার দিয়েছেন। আগামী দুর্গোৎসব সকলের অংশগ্রহনে উৎসব মুখর হবে। ইতিমধ্যেই নিরাপত্তা বিধানের জন্য পুলিশ বিভাগ ও প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

এসময় তৃণমূলের হিন্দুদের জীবন মান উন্নয়ন ও তাদের সার্বিক সহযোগিতার একটি কল্যান তহবিল গঠনের আহবান জানান এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তৃনমুল হিন্দু ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button