নিজস্ব প্রতিবেদক : শেখ রাসেল দীপ্তময় নির্ভীক নির্মল দূর্জয়- এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদারের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
গত বুধবার (১৮ অক্টোবর) দুপুরে জে.সি রোডস্থ শেখ রাসেলে’র জন্মদিনে উপলক্ষে কেক কর্তন ও মুজিব, একটি জাতির রূপকার সিনেমা প্রদর্শন হয়। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কল্পনা ইসলাম বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম তালুকদার, ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠাতা আশিক আহমেদসহ কল্যাণী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাল সবুজের পতাকা ও স্বাধীন দেশ পেয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। জাতির পিতার সুযোগ্য সন্তান শেখ রাসেল ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের জন্য বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব,একটি জাতির রূপকার সিনেমা প্রদর্শন ও কেক কর্তন করলাম। দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ কোন জেলা শাখার প্রতিটি উপজেলার নৌকার প্রার্থীদেরকে জয় করিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কে উপহার দিবো। এসময় তিনি জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী।