সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সিএনজি মালিক গ্রুপের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র উত্তোলন

সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকসা, অটোটেম্পু হিউম্যান হলার মালিক গ্রুপের আসন্ন নির্বাচনের মনোনয়ন পত্র উত্তোলনের শেষ দিনে সোমবার (৩১ অক্টোবর) কমিটির ১১টি  পদের বিপরীতে ১৪টি ফরম  বিক্রি করা হয়। মুজিব সড়কস্থ মলিক গ্রুপের অফিস কার্যালয় থেকে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার পরাগ সাহা, সদস্য অ্যাডভোকেট ওয়াছ করনী লকেট(অতিরিক্ত পিপি) ও গোলাম রব্বানী ডাবলুসহ  সংশ্লিষ্টদের নিকট থেকে প্রার্থীরা সকাল ৯টা থেকে বিকেল ৫ টাপর্যন্ত তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

কমিটির ১১টি পদের বিপরীতে ১৪টি ফরম উত্তোলনের মধ্যে সভাপতি পদে দুইজন এবং তিনটি সদস্য পদের বিপরীতে পাঁচজন মনোনয়ন পত্র উত্তোলন করেন।

এছাড়া সাধারন সম্পাদক পদে হাসানুল হক ফাহিম মোল্লাসহ অন্যান্য সকল পদে একজন করে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সভাপতি পদে দুইজন হলেন সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকসা, অটোটেম্পু হিউম্যান হলার মালিক গ্রুপের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম এবং মো. আসলাম।  মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ হলো ৬ নভেম্বর, বাছাই ৯ নভেম্বর এবং একই দিন বিকেল ৫টায় বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। তবে সকল কার্যক্রম শেষ করে চুড়ান্ত বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ২২ নভেম্বর।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২১ নভেম্বর এবং ভোট গ্রহন করা হবে ১৭ ডিসেম্বর। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পরাগ সাহা বলেন, আসন্ন সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকসা, অটোটেম্পু হিউম্যান হলার মালিক গ্রুপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণ করতে সকল প্রস্ততি গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button