সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ের মাইঝাইলে সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ নতুন মন্দির প্রতিষ্ঠা ও উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে মন্দির উদ্বোধন উপললক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নতুন মন্দিরে সভাপতি কার্ত্তিক সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খৃীষ্টান ঐক্যপরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দুবৌদ্ধ খৃীষ্টান ঐক্যপরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর, ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুনীল দে, তুলসী সাহা, বেলকুচি সরকারি কলেজের সাবেক সহকারি অধ্যক্ষ সুব্রতপাল (এসপাল), হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্যপরিষদ সিরাজগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি অশোক ব্যানার্জী ও সাধারন সম্পাদক সুজন দে, বেলকুচি পুজা উদযাপন পরিষদের সভাপতি হেমেন্দ্র নাথ চৌধুরী ও সাধারন সম্পাদক বৈদ্যনাথ রায়, বেলকুচি উপজেলা হিন্দুবৌদ্ধ খৃীষ্টান ঐক্যপরিষদের সভাপতি জয়শংকর সাহা, সাধারন সম্পাদক রনি মিত্র ও সাংগঠনিক সম্পাদক পংকজ সরকার এবং বেলকুচি পৌরসভা হিন্দুবৌদ্ধ খৃীষ্টান ঐক্যপরিষদের সভাপতি গোপাল প্রামাণিক সহ নারী পুরুষ ভক্তবৃন্দ। এর আগে যজ্ঞ ও ফিতা কেটে সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ নতুন মন্দিরের উদ্বোধন করেন রাজশাহী প্রেমতলীর রাধাগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ নরোত্তম মিশ্র ও নতুন মন্দিরের সভাপতি কার্ত্তিক সাহা।