বেলকুচি প্রতিনিধি: বেলকুচিতে দলের কমিটি গঠন করা হয় সভাপতি মমিনের স্বাক্ষরে। বিএনপি নেতা অ্যাডভোকেট রায়হান আলীকে ডিও লেটার দেন আর সন্ত্রাসী আলামিনকে জেলা পরিষদের সদস্য বানিয়েছেন। সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের এমপি আব্দুল মমিন মন্ডলের সমালোচনায় এভাবেই বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ^াস।
গত সোমবার, ২০মার্চ, বিকেলে চৌহালী উপজেলার বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সদিয়া চাঁদপুর ইউনিয়ন যুবলীগ আয়োজিত সমাবেশে যুবলীগ সভাপতি ওসমান গণী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখছিলেন সাবেক মন্ত্রী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস।
সমাবেশে বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল বলেন,এমপি মমিন মন্ডলের কারনে দল মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। বেলকুচি আ.লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস বলেন মাদক সেবীদের নিয়ে চলাচল করায় আজ এমপি মমিন মন্ডল বেলকুচি থেকে বিতাড়িত, একক সিদ্ধান্তে কমিটি গঠন করায় দলের বারোটা বাজিয়েছে।
সমাবেশে বিশেষ অতিথি রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোনিয়া সবুর বলেন,এমপি মমিন মন্ডল ২০০৯ সালের আগে কোনদিন বেলকুচিতে আসেননি। তার বাবা বেলকুচি থেকে মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি আ.লীগ করছেন। জামাত শিবির হাইব্রিড নিয়ে তিনি চলেন। বিগত স্থানীয় নির্বাচনে প্রার্থী দিয়ে বিভাজন করার চেষ্টা করেছেন।
এনায়েতপুর থানা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন,লতিফ বিশ্বাসের আমলেই শুধু বেলকুচি চৌহালীর উন্নয়ন হয়েছে।
বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন,সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামীতে সকলে ঐক্যবদ্ধ থাকব। তিনি বলেন এমপি মমিন মন্ডলকে বিতারিত করব। তার আমলে লুটপাটের বিচার হবে।
এব্যাপাওে এমপি মমিন মন্ডলের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।