শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর উত্তরপাড়া গ্রামের মশিপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের বারান্দা থেকে পুলিশ বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৬৫-৭০ বছর।
এ বিষয়ে পুলিশ ও এলাকাবাসি জানায়,এদিন সকাল সোয়া ৮টার দিকে এলাকাবাসী মশিপুর উত্তরপাড়া গ্রামের মশিপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বেগুন ক্ষেতে অজ্ঞাত এক বৃদ্ধকে সজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ওই বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের বারান্দায় নেয়ার পর তার মৃত্যু হয়। পরে এলাকাবাসি পুলিশে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ ওই বারান্দা থেকে নিহতের মনদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো.নজরুল ইসলাম জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বেগুন ক্ষেতের যে স্থানে ওই বৃদ্ধ পড়ে ছিল সেখান থেকে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। ফলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ কীটনাশক পানে আত্নহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। গ্রামবাসি জানায়, ভোর বেলাতেও এই বৃদ্ধকে সুস্থ দেখেছেন তারা কিন্তু সকাল ৮ টার পরে তার মৃত দেহ দেখতে পায়।
এ বিষয়ে গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ওই বৃদ্ধের পরিচয় জানতে গাড়াদহ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মশিপুরসহ আশপাশের এলাকায় মাইকিং করেও তার পরিচয় জানা যায়নি।