চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ জা’মে মসজিদের ইমাম মাওলানা মো. মিজানুর রহমানকে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র, শিক্ষক, মুসুল্লি ও এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার চৌহালী সরকারি কলেজ মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চৌহালী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এ মানববন্ধনে কলেজের ছাত্র, শিক্ষক, মসজিদের মুসুল্লি ও এলাকার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মুন্জুর কাদের কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবিব দুলাল, উপজেলা আ.লীগের সহসভাপতি শমসের মোল্লা, যুগ্নসম্পাদক আব্দুল হাই ভূট্টু,সমাজ সেবক আব্দুল রহমান মোল্লা, কলেজের অফিস সহকারি আব্দুল মজিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে একটি প্রভাবশালী মহল ও ভুমি দস্যু আব্দুল হামিদ মাওলানা, মাওলানা মিজানুর রহমানসহ পরিবাররের ৯ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। স্থানীয় একটি মহল পূর্ব শত্রুতার জেরে নিজের মাথা কেটে ইমামকে ফাঁসাতে মিথ্যা মামলা দিয়েছে। বক্তারা ওই মামলায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান।