শুক্রবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় এনায়েতপুরের খামার গ্রামে মসজিদ-এ-মদিনা ও আলহাজ্ব আব্দুল মন্নাফ আলী হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাই কোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
মসজিদ-এ-মদিনা ও আলহাজ্ব আব্দুল মন্নাফ আলী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেক ইন্ডাস্ট্রিজের মালিক ও বিশিষ্ট শিল্পপতি শহিদুল ইসলাম শাহেদ, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আনোয়ার হোসেন খান,সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক আহম্মেদ ও স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মীয় মুসুল্লিগণ।
মসজিদ-এ-মদিনা ও আলহাজ্ব আব্দুল মন্নাফ আলী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে বিচারপতি জাহাঙ্গীর হোসেন শিল্প কারখানার শ্রমিকদের ন্যায্য মজুরি এবং সরকারি কর পরিষদ করার জন্য সকল শিল্প কারখানার মালিকদের আহবান জানান। তিনি এসময় আরও বলেন,কাও মুখ দেখে নয়, দোষ গুণ বিবেচনা করে বিচার করতে হবে।
মন্তব্য করুন