শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে মারপিটের প্রতিবাদে মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে মারপিটের ঘটনায় গতকাল রোববার সকাল ১১ টার সময় উপজেলা মহিলা আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু করে শাহজাদপুর থানায় গিয়ে অফিসার ইনচার্য সবুজ রানার কাছে সীমা রানীকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। পরে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে এসে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাথী তালুকদারের বক্তব্যের মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করা হয়।
উল্লেখ্য, গত ২৮ জুন শুক্রবার শাহজাদপুর রবীন্দ্র অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মৃত রফিকুল ইসলাম বাবলার স্মরন সভায় উপস্থিত মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহানা বেগম (৬৫) এর সাথে উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটিকে কেন্দ্র করে পারকোলা গ্রামের সীমা রানীর সাথে গোলমাল বাধে।
তারই জের ধরে এদিন সন্ধার সময় স্মরন সভা শেষ করে মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানা বেগম ও সাধারন সম্পাদক সাথী তালুকদার অটো ভ্যান যোগে নরিনা ইউনিয়নে নীজ বাড়িতে ফিরছিলো। ভ্যানটি পাড়কোলা বাজারে পৌছালে সীমা রানী লাঠি সোটা নিয়ে সভাপতি শাহানা বেগমের উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে। পরে সাথী তালুকদার আহত শাহানা বেগমকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে, শাহজাদপুর থানার অফিসার ইনচার্য সবুজ রানা জানায়, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।