স্টাফ রিপোর্টার : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ শ্লোগান নিয়ে ২০২২-২৩ অর্থবছরে রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় “উন্নত প্রযুক্তিতে মাছচাষ” ব্যবস্থাপনা বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
গত মঙ্গলবার, ২০ জুন সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন, উদ্বোধক ও প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনূর রহমান ।
প্রশিক্ষণে প্রশিক্ষণ ক্লাস পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলার সিনিয়র সহকারী পরিচালক মো. আলমগীর কবির , সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জনাব মো. কামাল হোসাইন।
এসময়ে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী জনাব মো. গোলাম রাব্বি এবং মো. আলিফ হোসেন উপস্থিত ছিলেন ।
সিরাজগঞ্জ সদর উপজেলার ২৫ জন মৎস্য চাষি উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।