কাজীপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন জাতের ৩৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে উপজেলার গান্ধাইলের দুবলাই প্লাবণ ভূমির মাধ্যমে পোনা অবমুক্ত করণের উদ্বোধন করা হয়। অবমুক্তকরণ উদ্বোধন করেন, কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন, কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবিএম আরিফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনূর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) হাসান মাহমুদুল হক, উপজেলা ভেটেরিনারি সার্জন মাহমুদুল হাসান প্রমুখ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় এ পোনা অবমুক্ত করা হয়েছে। এসময় উপজেলার দুবলাই প্লাবণভূমি, কাচিহারা প্লাবণভুমি, দক্ষিণ পাইকপাড়া অভয়াশ্রম সংলগ্ন ইছামতি নদী, সোনামুখী পূর্ব পাড়া আশ্রায়ণ প্রকল্পের পুকুর, হাজরাহাটি আশ্রয়ণ প্রকল্পের পুকুর, রৌহাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খাল, উদগাড়ি প্লাবণভূমি, আলমপুর উত্তরপাড়া বানিয়াজান পোড়া নদীতে রুই, কাতলা ও মৃগেল জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।