রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জে ফুলজোড় নদীতে মাছ মরে ভেসে উঠছে

ফজলুল হক খান: রায়গঞ্জে ফুলজার নদীর পানি মারাত্মক দূষণের কবলে পড়েছে। আর এতে মরে ভেসে উঠছে নদীর মাছ। নারী – পুরুষ ও শিশুরা এ মরা মাছ কুড়াতে নদীর দুকুলে ভিড় করছে। এ ঘটনায় পরিবেশবিদরা ভয়ানক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন।

গত শনিবার থেকে রায়গঞ্জ উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত ফুলজোড় নদীর ধানগড়া থেকে ভূইয়াগাতি পর্যন্ত সরেজমিনে দেখা যায মাছ মরে ভেসে ওঠার এ ভয়াবহ দৃশ্য দেখা গেছে।

এলাকাবাসীর অভিযোগ বগুড়া জেলার শেরপুর উপজেলায় স্থাপিত বিভিন্ন কলকারখানা থেকে বিষাক্ত বর্জ্য ফুলজোড় নদীতে ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। এর প্রভাব ও বিষক্রিয়ায় নদীর মাছ ব্যাপকহারে মরে ভেসে উঠছে। ফলে নদী পাড়ের মানুষজন এ মাছ খেতেও ভয় পাচ্ছে। শুধু তাই নয় এ নদীর অববাহিকায় দুই তীরবর্তী এলাকায় বসবাসকারী প্রায় ৪০ লাখ মানুষের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।

এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শেরপুর উপজেলায় স্থাপিত শিল্পের বর্জ্য নদীতে ফেলার বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ তার কম ।

 তবে পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছেন এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা কমিটির আহবায়ক দীপক কুমার কর জানান, পানি দূষিত হওয়ার ফলে যেমন মাছ মারা যাচ্ছে তেমনি ঝিনুক, শামুকসহ অসংখ্য জলজ প্রাণির উপর ভয়ানক প্রভাব পড়ছে। পানি দূষণ রোধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি তিনি জোর দাবি জানান । পানি দূষিত হয়ে মাছ মারা যাচ্ছে – মানবদেহে এ পানি কতটা ক্ষতিকর জানতে চাওয়া হলে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিমুল এহসান তৌহিদ বলেন, পানি দূষিত হয়ে যেহেতু মাছ মারা যাচ্ছে কাজেই এ পানি মানব দেহ এবং গবাদি পশুর জন্য অত্যন্ত ক্ষতিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button