সদরসিরাজগঞ্জ

দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকগণের রিফ্রেসার্স প্রশিক্ষণ কের্সে ২ দিনব্যাপী বিভিন্ন উপজেলার দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার  শিক্ষক বৃন্দের সম্মনয়ে কোর্সের শুভ  উদ্বোধন অনুষ্ঠিত হয়।

গত শনিবার, ২৪ জুন সকাল ১১ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র, সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মাদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ (সদর ও কামারখন্দ)-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

এসময় তিনি বলেন, বর্তমান সরকার মধ্যপ্রাচ্যে আমাদের জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম প্রবর্তন করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা অর্জন করতে হবে। আর এ দক্ষতাকে ব্যবহার করে শ্রেণীকক্ষে যথাযথ পাঠদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে।

মধ্যপ্রাচ্যে যারা বিভিন্ন পেশায় কাজ করতে যান তাদের আরবী ভাষায় কথা বলা বা লেখার দক্ষতা থাকা জরুরি। সেই প্রয়োজন থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন করেছেন। এই মাদরাসার মাধ্যমে আরবী ভাষায় দক্ষতা অর্জন করলে সৌদিআরব, কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি পাবে।  শিক্ষকদের স্বাস্থ্য সচেতনতা, যৌতুক নারী-শিশু নির্যাতন, সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে করণীয় বিষয়েও প্রশিক্ষণ দেয়া হয়। এসময় সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, ইন্সট্রাকটার (চারুও কারুকলা)  পিটি আই সিরাজগঞ্জের মহিদুল হাসান,  সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সী, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের মাস্টার ট্রেইনার মো. সিহাব উদ্দীন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফিল্ড অফিসার মহিউদ্দিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button