বেলকুচিসিরাজগঞ্জ

এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদ্রাসায় জিপিএ-৫ পেল ১৬

নিজস্ব প্রতিনিধি- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষায় এবারো শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা। এ বছর দাখিল পরীক্ষায় ১৬ জন জিপিএ-৫ পেয়েছে।

রোববার (১২ মে) এ ফলাফল প্রকাশের পর মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

অপরদিকে প্রতিবারের মতো এবারো ঈর্ষণীয় ফলাফল অর্জনে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা চৌহালী উপজেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। মোট ৯২জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন জিপিএ-৫ প্রাপ্তিসহ ৯৪.৪১ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভালো ফলাফলের জন্য এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও. আমিনুল ইসলাম মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

তিনি জানান, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে।

এবিষয়ে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো: নুরুল হুদা জোদ্দার জানান, ১৩৫ বছর পূর্বে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি এলাকায় দ্বীনি ও আধুনিক শিক্ষার অপূর্ব এক সমন্বয়ে আদর্শ জাতি গঠনে ভূমিকা রাখছে। আগামীতে আরও ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশ ও জাতির অগ্রগতিতে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদরাসার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

উল্লেখ্য- জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) নির্বাচিত হয় এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button