সিরাজগঞ্জের কামারখন্দে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আবাদী জমিতে পুকুর খনন করে পার্শ্ববর্তী ফসলী জমি ও সরকারি রাস্তা নষ্ট করার প্রতিবাদে মানবন্ধন করে এলাকাবাসী। গতকাল শনিবার, ১৫ এপ্রিল, সকালে উপজেলার চৌবাড়ী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে রফিকুল ইসলাম, আব্দুল মান্নান মধু, সাইদুল ইসলাম, গোলাম নবী, টিক্কা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা, অর্থদন্ড প্রদান, খননযন্ত্র জব্দ ও জড়িতদের আটক করার পরও কোন কিছুর তোয়াক্কা না করে চৌবাড়ী মৌজায় আরএস-৯৯২ খতিয়ানের ৩২৫ নং দাগের উর্বর ফসলি হতে হাসান ইমাম তালুকদার, আসলাম হোসেন তালুকদার বেআইনি মাটি খনন ও বিক্রয় বাণিজ্য করে আসছে। তারা ৫০ শতাংশ জমির শ্রেণি পরিবর্তন করে ১৬৫ শতাংশ জুড়ে আবাদী জমি খনন করছে। এতে করে আশপাশের বহু বিঘা জমি ধ্বসের আশঙ্কা করা হচ্ছে। তারা আরও বলেন, আবাদী জমি থেকে পুকুর খনন করে গ্রামীণ সড়ক দিয়ে ট্রাকে মাটি বহন করে বিক্রি করায় সেই সড়কটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই প্রশাসনের কাছে আমাদের জোড় দাবি, আবাদী জমিতে পুকুর খনন বন্ধ করা এবং আবহমান কাল থেকে বিদ্যমান বর্ণিত জমি রেকর্ডীয় ফসলি শ্রেণি হতে পুকুর শ্রেণিতে রুপান্তরের অনুমোদন (শ্রেণি পরিবর্তন কেস নং-২৯/২০২১-২২) বাতিল করা হোক।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন জানান, হাসান ইমাম তালুকদারের ৫০ শতাংশ জমির শ্রেণি পরিবর্তিত হয়েছে। তাকে এই ৫০ শতাংশের বাইরে পুকুর খনন করতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে আবাদি জমিতে পুকুর খনন করে ট্রাকে করে মাটি বহন করে বিক্রি করে রাস্তার ক্ষতি করায় ঘটনাস্থলে গিয়ে তাকে খবর দিলে তিনি পুলিশ দেখে সটকে পড়েন। বার বার নিষেধাজ্ঞার পরও যদি তিনি অতিরিক্ত জমিতে পুকুর খনন করেন এবং খননকৃত মাটি ট্রাকে বিক্রি করে রাস্তার আরও ক্ষতি করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।