কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাই এলাকার জার্মান প্রবাসী রেজাউল মিয়া কর্তৃক ছোট ভাই সহকারী শিক্ষক জাহাঙ্গীর মুনির হোসেন মিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা মামলা করে অবৈধভাবে গ্রেফতার ও হেনস্তার অভিযোগে মানববন্ধন করেছে জাহাঙ্গীর মুনিরের পরিবার ও এলাকাবাসী ।
গত সোমবার,৩ এপ্রিল, সকাল সাড়ে এগারোটায় উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মুগবেলাই লুৎফিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এই এলাকার অত্যাচারী, ক্ষমতার অপব্যবহারকারী রেজাউল মিয়ার অত্যাচার থেকে তার ছোট ভাই জাহাঙ্গীর মুনির হোসেন মিয়া ও তার পরিবারকে রক্ষাসহ এই এলাকার সাধারণ মানুষকে রক্ষা করতে হবে। এবং অবৈধভাবে গ্রেফতারকৃত জাহাঙ্গীর মুনির হোসেনের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই সাথে অত্যাচারী রেজাউল মিয়াকে অবাঞ্ছিত ঘোষণা ও দ্রুত শাস্তির দাবি জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল হাসান আমিনুল, মোজাম্মেল হক সরকার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, নাসির উদ্দিন, ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টি এম মোস্তফা জয়, জাহাঙ্গীর মুনিরের ছেলে তাসনিন আহমেদসহ এলাকার সর্বস্তরের নারী-পুরুষের একাংশ উপস্থিত ছিলেন।