উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় কুখ্যাত ভুমিদস্যু করিম গংদের মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তেবাড়িয়া গ্রামবাসী। গত বুধবার সকালে উপজেলার তেবাড়ীয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করে গ্রামের কয়েক শতাধিক নারী পুরুষ। এসময় তারা করিম গংদের দখলবাজী ও গ্রামবাসীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতনের বিচার চেয়ে বিক্ষোভ করেন।
মানববন্ধনে অংশ নেয়া তেবাড়িয়া গ্রামের আলহাজ আব্দুর রজ্জাক সরকার, ইউনুস প্রামানিক জানান,আব্দুল করিম ও তার ভাইয়েরা ভয়ংকর মামলাবাজ লোক। তাদের কাজই মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হযরানি করে টাকা পয়সা আদায় করা। তারা গ্রামের প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ কবর স্থানের জায়গা সহ মানুষের চলাচলের রাস্তা দখল করে বাড়ী করেছে। এসবের প্রতিবাদ করায় তারা গ্রামের প্রধানদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। একই গ্রামের মোঃ ফরিদ,আনিসুর রহমান বাচ্চু,দুলাল প্রামানিক জানান,করিম ও তার ভাইদের অত্যাচারে আমরা পুরো গ্রামবাসী অতিষ্ট হয়ে উঠেছি। তারা কথায় কথায় মানুষকে মামলার ভয় দেখায়। মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে বাড়ি করেছে। এতে আমরা চলাচল করতে পারছি না। এর প্রতিবাদ করায় কোর্টে গ্রামের ১শ’৭ জনকে আসামী করে মামলা দিয়ে হয়রানি করছে। ইতিমধ্যে আব্দুল করিম ও তার ভাই মিলে গ্রামের মানুষের নামে ৫ টার মতো মামলা দিয়েছে। তারা এক আওয়ামীলীগ নেতার সহযোগীতায় মিথ্যা মামলায় থানা পুলিশ দিয়ে হয়রানি করছে। পুলিশ তাদের কথায় যখন তখন গ্রামের মানুষকে হয়রানি করছে। তেবাড়িয়া গ্রামের জিন্না সরকার অভিযোগ করেন,আব্দুল করিম তার প্রায় আড়াই শতক বাড়ি দখল করে ঘর তুলেছে। গ্রামের প্রধানরা একাধিকবার আমিন দিয়ে জরিপ করে সেই জায়গা ছেড়ে দিতে বলেন। কিন্তু আব্দুল করিম জায়গা ছেড়ে না দিয়ে আদালতের মাধ্যমে সেই জায়গায় ১৪৪ ধরা জারি করেন। আদালতে তা নিষ্পিত্ত হলেও জায়গা ছেড়ে দিচ্ছে না। আমাকে বিভিন্ন মামলায় ফাঁসানো সহ তার আত্নীয় স্বজন দিয়ে প্রতি নিয়ত হুমকি দিচ্ছে। একই গ্রামের বয়োবৃদ্ধ সারিয়া খাতুন জানান,করিমের স্ত্রী ও ভাইয়ের স্ত্রী মেয়েরা খুব খারাপ প্রকৃতির মানুষ। তারা আমাকে মেরে মাজা ভেঙ্গে দিয়েছে। তারা গ্রামের পুরুষদের উপর লাঠিশোঠা নিয়ে মারতে আসে। মিথ্যা নারী নির্যাতন মামলার ভয় দেখায়।
তেবাড়িয়া গ্রামের বয়োবৃদ্ধ প্রধান আজম আলী,আলহাজ আব্দুস ছামাদ মাষ্টার জানান,করিম ও তার ভাইরা মিলে প্রতিবেশিদের বাড়ি,রাস্তা,জায়গা দখল করে বাড়ি করেছে। আমরা গ্রামের সবাই মিলে জরিপ করে জায়গা ছেড়ে দিতে বলায় সে আমাদের প্রধানদের নামে মিথ্যা মামলা দিয়ে হাজত খাটিয়েছে। এখানেই শেষ নয় তার অন্যয় কাজের প্রতিবাদ করায় পুরো গ্রামের মানুষকে মামলায় জড়িয়ে পুলিশ দিয়ে হয়রানি করছে। এ জন্য আমরা গ্রামবাসী মিলে মানববন্ধন করছি।
তেবাড়িয়া গ্রামবাসী করিম গংদের হয়রানিমূলক একাধিক মিথ্যা মামলা ও দখলকৃত জায়গা উদ্ধারে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।