সদরসিরাজগঞ্জ

মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সিরাজগঞ্জে চিকিৎসকদের মানববন্ধন

ডাক্তারদের নামে মিথ্যা মামলা ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে এবং  ঢাকা সেন্ট্রাল হসপিটালের ডা. মুনা,  ডা. শাহজাদী ও প্রফেসর ডা. মিলি‘র নিঃশর্ত মুক্তির দাবীতে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করে চিকিৎসকগণ। ১৬ জুলাই রোববার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিএমএ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ এবং ওজিএসবিসহ দেশের সকল চিকিৎসক সোসাইটির পক্ষ থেকে সারা বাংলাদেশে সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে দুপুর ১- ২ টা পর্যন্ত  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  সিরাজগঞ্জ শহিদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে বিভিন্ন বিভাগের ডাক্তারদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও চক্ষু বিশেষজ্ঞ ডা. শরীফুল হক,  সহকারী অধ্যাপক ও গাইনী বিশেষজ্ঞ ডা. সাকিনা খাতুন ও সার্জারি বিশেষজ্ঞ  ডাঃ কামরুল হাসান মুরাদ। বক্তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে ডা. মুনা, ডা. শাহজাদী ও প্রফেসর ডা. মিলি‘র অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন। এসময় বক্তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৭ ও ১৮ ই জুলাই সকল সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ডাক্তারদের সাময়িক রোগী দেখা ও অপারেশন করা থেকে বিরত থাকার কর্মসূচি পালন করার জন্য আহবান করা হয়। অনুষ্ঠানে সকল বিভাগের প্রফেসর ও ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button