ডাক্তারদের নামে মিথ্যা মামলা ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে এবং ঢাকা সেন্ট্রাল হসপিটালের ডা. মুনা, ডা. শাহজাদী ও প্রফেসর ডা. মিলি‘র নিঃশর্ত মুক্তির দাবীতে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করে চিকিৎসকগণ। ১৬ জুলাই রোববার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিএমএ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ এবং ওজিএসবিসহ দেশের সকল চিকিৎসক সোসাইটির পক্ষ থেকে সারা বাংলাদেশে সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে দুপুর ১- ২ টা পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ শহিদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে বিভিন্ন বিভাগের ডাক্তারদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও চক্ষু বিশেষজ্ঞ ডা. শরীফুল হক, সহকারী অধ্যাপক ও গাইনী বিশেষজ্ঞ ডা. সাকিনা খাতুন ও সার্জারি বিশেষজ্ঞ ডাঃ কামরুল হাসান মুরাদ। বক্তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে ডা. মুনা, ডা. শাহজাদী ও প্রফেসর ডা. মিলি‘র অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন। এসময় বক্তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৭ ও ১৮ ই জুলাই সকল সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ডাক্তারদের সাময়িক রোগী দেখা ও অপারেশন করা থেকে বিরত থাকার কর্মসূচি পালন করার জন্য আহবান করা হয়। অনুষ্ঠানে সকল বিভাগের প্রফেসর ও ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
পরবর্তী দেখুন
2 days ago
সিরাজগঞ্জে বাবলা স্মৃতি ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত
2 weeks ago
এনডিপি’র নির্বাহী পরিচালকের পক্ষ হতে ঈদ উপহার
3 weeks ago
দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন
3 weeks ago
উদ্যোক্তা আব্দুল মালেক এর দুগ্ধজাত পণ্যের সনদায়ন, বৈচিত্রায়ন ও তার সফলতার গল্প
3 weeks ago
উত্তরের মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ
এ সম্পর্কিত আরও পড়ুন
মন্তব্য করুন
Check Also
Close