সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা গতকাল মংগলবার, ১৩ ফেব্রুয়ারি, শহরের মাসুমপুরস্থ এনডিপির শহর শাখা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) এর সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এনডিপি‘র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। সভায় স্বাগত বক্তব্য রাখেন এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির। সভা সঞ্চালনা করেন এনডিপি‘র উপপরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান পল। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) এর স্টাফ ল ইয়ার অ্যাডভোকেট নাসরিন মাহমুদ, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) এর কর্মকর্তা মোছা. তানিয়া খাতুন,প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, পরিবর্তনের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক রাজু।

ত্রৈমাসিক অগ্রগতি রিপোর্ট উপস্থাপন করা হয়। এছাড়াও সভায়  ২০১৯ সাল হতে এই পর্যন্ত ৮২ টি মামলার ফেক্ট ফাইন্ডিংস, ২০২২ সালে ১৫ টি মামলার ফেক্ট ফাইন্ডিংস ও চলতি বছর নভেম্বর ২০২২ হতে জানুয়ারি ২০২৩ পর্যন্ত মানবাধিকার লংঘন হওয়া ঘটনার ফেক্ট ফাইন্ডিংস রিপোর্ট উপস্থাপন করা হয়।  সভায় সিরাজগঞ্জ জেলার মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোকপাত, মামলার ফলোআপ নিয়মিত করা এ্বং সিরাজগঞ্জ জেলার সকল উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের মানবাধিকার বিষয়ে সচেতনামূলক কার্যক্রম বাস্তবায়ন করার জন্য বিস্তারিত আলোচনা হয়।

 বিশেষ অতিথি অ্যাড. নাসরিন মাহমুদ প্রজেক্টের বিভিন্ন কার্যক্রম সহ এমএসএফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সভার প্রধান অতিথি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. হুমায়ুন কবির তার বক্তব্যে এনডিপির মানবাধিকার বিষয়ক কার্যক্রমের প্রশংসা করে বলেন সিরাজগঞ্জ জেলার এইচআরডি নেটওয়ার্ক মানবাধিকার লংঘনজনিত কোন ঘটনা সংগঠিত হলে এই ফোরাম সেই ঘটনার সত্য উদঘাটন করার জন্য একেবারে ঘটনাস্থলে  সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহের কাজ করছে। তাছাড়া ঘটনার সাথে যে সকল দপ্তর জড়িত তাদের সাথেও যোগাযোগ করে একটি পূর্নাঙ্গ তথ্য বহুল রিপোর্ট তৈরি করেছে এবং মিটিংয়ে উপস্থাপন করেছে। সেই জন্য এইচআরডি নেটওয়ার্কের সকল সদস্য এবং এনডিপিসহ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা  এইচআরডি নেটওয়ার্ক এর যে কোন প্রয়োজনে তিনি সার্বিক সহযোগিতার অঙ্গিকার ব্যক্ত করেন।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য প্রদান করেন বেসরকারি উন্নয়ন সংস্থা আরচেস এর উপনির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম, এমএমইউএস পরিচালক শিরিন ফেরদৌসি প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)‘র প্রতিবন্ধীতা ও শিক্ষা কর্মসূচির উপ ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, দীপ সেতু‘র প্রতিনিধি শহিদুল ইসলাম বাবু, এমডিপির নির্বাহী পরিচালক মো. আসলাম সেখ , মেরিগোল্ড মহিলা উন্নয়ন সংস্থার সভা নেএী মাকসুদ খাতুন, পিডাব্লিউডি‘র সহকারী রাসেল, খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণ সিরাজগঞ্জ প্রতিনিধি এস. এম. আল আমিন, আজকের জনবানী সিরাজগঞ্জ প্রতিনিধি আহসান হাবিব মুন্না, মোস্তাক আহমেদ নওশাদসহ বিভিন্ন বেসরকারি সংস্থা ও  প্রতিষ্ঠান প্রতিনিধি, এইচআরডি ও সিএসও কোয়ালিশনের সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button