সদরসিরাজগঞ্জ

বাংলাদেশ স্বাধীন হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য: অ্যাড. সুলতানা কামাল

মানবাধিকার সংস্কৃতির বিকাশ হচ্ছে কি না। এবিষয়ে বলতে গিয়ে একথা বলেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল। তিনি আরও বলেন পাকিস্তান আমলে মানুষের কথা বলার অধিকার ছিল না। আমাদের ভাষার অধিকার ছিল না। লক্ষ প্রাণের বিনিময়ে এদেশটি স্বাধীন হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আমাদের সংবিধানে ন্যায় বিচারের কথা উল্লেখ রয়েছে। সিরাজগঞ্জে জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে জেলা হিউম্যান রাইটস ডিভেন্ডারস নেটওয়ার্ক (ডিএইচআরএনএস) এর ত্রৈমাসিক সভায় জেলার মানবাধিকার সংস্কৃতির অগ্রগতি নিয়ে প্রধান্ অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় দেশ চলবে। এরজন্য প্রয়োজন মানবাধিকার সংস্কৃতির বিকাশ।

গতকাল ১৭ সেপ্টেম্বর, বিকেলে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সহযোগিতায় এনডিপির আয়োজনে ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। ডিএইচআরএনএস এর ত্রৈমাসিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জজ আদালত সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার জিনাত জাহান। তিনি তার বক্তব্যে, জেলায় লিগাল এইড অফিসে আইনগত পরামর্শের পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রয়োগ, মামলা দায়ের এর পূর্বে বিরোধ মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির বিভিন্ন আইনগত দিক নিয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়, সিরাজগঞ্জ এর উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সরকার সমাজসেবা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠি, প্রতিদ্বন্দ্বীদের মানবিক, অর্থনৈতিক সমস্যার সমাধানে কাজ করছে। তিনি বলেন এছাড়াও, মানবাধিকার লংঘনের বিষয়েও ভুমিকা রাখছেন।

ত্রৈমাসিক সভার এজেন্ডা তুলে ধরেন ও সভা সঞ্চালনা করেন এনডিপি’র উপপরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান। তিনি সভাকে জানান, জেলায় ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মানবাধিকার লংঘনজনিত মামলার সংখ্যা ৮৯টি। এরমধ্যে ১৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। এখনও ৭৩টি মামলা চলমান রয়েছে।

সভায় উপস্থিত থেকে মতামত তুলে ধরেন জাতীয় মহিলা সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখা’র চেয়ারম্যান অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রিমা। তিনি তার বক্তব্যে রায়গঞ্জের মানসিক ভারসাম্যহীন উজ্জল কুমার সরকারের সাথে প্রতারণামূলকভাবে তার জমি লিখে নেয়া প্রসঙ্গে বলতে গিয়ে  শিক্ষক সুদ ব্যবসায়ী মো. ফেরদৌস আলম তালুকদার এর নিকট থেকে কোটি টাকার সম্পত্তি উদ্ধারের আইনগত পরামর্শ প্রদান করে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। এসময় বেসরকারি সংস্থা পরিবর্তন এর নির্বাহী প্রধান আব্দুল রাজ্জাক রাজু জেলার মানবাধিকার পরিস্থিতি ও উন্নয়নে কিছু প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক তার মতামতে বলেন, রায়গঞ্জের মানসিক ভারসাম্যহীন উজ্জল কুমার এর সাথে প্রতারণার মাধ্যমে কৌশলে প্রায় ৩ কোটি টাকার মূল্যে জমি লিখে নেয় সুদ ব্যবসায়ী ফেরদৌস আলম তালুকদার। তিনি, মানবাধিকার লঙ্ঘন জনিত এঘটনায় সুদ ব্যবসায়ীর নিকট থেকে উজ্জর সরকারের সম্পত্তি উদ্ধার করে তাকে ফেরত দেওয়ার পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। এসময় তিনি এবিষয়ে ডিএইচআরএনএস এর সহায়তা কামনা করেন। সভায় এছাড়াও মতামত তুলে ধরেন নারী ও শিশু কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হুসনে আরা লাভলী।

ডিআইচআরএস এর ত্রৈমাসিক সভায় এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, এম.এস.এফ. প্রকল্পের সমন্বয়কারী টিপু সুলতান, মানবমুক্তি সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বাহার, এমডিওর নির্বাহী পরিচালক মো. মাসউদ আহমেদ রোকনী, মল্লিকা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শিরীন ফেরদৌসী, মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লিয়াকত আলী, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকা’র নির্বাহী সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এর সভাপতি ইসমাইল হোসেন, আরচেস  এনজিও এর কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম জুয়েল, সমতা এনজিও এর নির্বাহী পরিচালক আব্দুল বাতেন ভুইয়া, পিডাব্লিউডি এনজিও প্রতিনিধি সাংবাদিক নওশাদ আহমেদ, দ্বিপসেতু এনজিও ্এর কর্মকর্তা শহিদুল ইসলাম বাবু, সাংবাদিক আজিজুর রহমান মুন্না, আহসান হাবিব মুন্না, আল আমিন, মাকছুদা  ও ডিএইচএনআরএস জেলা কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

সভা আয়োজনে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচি’র উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button