সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর বাস্তবায়িত সিরাজগঞ্জে ডিএইচআরএনএস প্রজেক্টের সহযোগিতায় ১০ ডিসেম্বর, বিকাল ৫ টা হতে দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দরগা রোডস্থ অবস্থিত এনডিপি প্রবীণ কল্যাণ কর্মসূচি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ হোসাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিরাজগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম রাখাল, পিপি সিরাজগঞ্জ জজ কোর্ট ও সাধারন সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিরাজগঞ্জ জেলা শাখা, রাকিবুল হাসান, পুলিশ পরিদর্শক, ইনচার্জ ১নং পুলিশফাড়ি, মো. জেল হোসেন, সমাজসেবা অফিসার, জেলা সমাজসেবা কার্যালয়, ইসমাইল হোসেন, নির্বাহী সম্পাদক, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন ও সভাপতি আ ফ ম মাহববুল হক পাঠাগার।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন মোসলেম উদ্দিন আহমেদ, পরিচালক, সিএসপি, এনডিপি। অনুষ্ঠান পরিচালনা করেন এনডিপির উপপরিচালক (এমএন্ডই) এবং ডিএইচআরএনএস প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান। দিবসটি যথাযথ ভাবে উদযাপনের জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক এবং মানবাধিকার কর্মী শিপন চন্দ্র নাগ ও জেন্ডার এন্ড রাইটস কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল। এছাড়াও দিবসের কমর্সুচিতে অংশগ্রহণ করেন সাংবাদিক, সমাজ সেবক, প্রবীণ, ছাত্র-ছাত্রী, হিউম্যান রাইটস ডিফেন্ডারস, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে দুর্নীতি মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে নিজ নিজ অবস্থান থেকে মানবাধিকার নিশ্চিতকরনের অঙ্গিকারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।