সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: ইউএনডিপি‘র সহযোগিতায় এনডিপি‘র আয়োজনে সিরাজগঞ্জে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাসট্রিজ এর হল রুমে সিরাজগঞ্জ সিএসও কোয়ালিশনের সহসভাপতি ও প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জে মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন আরঅ্যান্ডডি (রির্চাজ এন্ড ডকুমেন্টরি) ম্যানেজার আতিকুর রহমান স্বাধীন। পর্যালোচনা সভায় এনডিপি‘র উপপরিচালক (এমঅ্যান্ডই) কাজী মাসুদুজ্জামান।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল, হিউমেন রাইটস ডিফেন্ডার অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু বক্কার সিদ্দিক, বেসরকারি সংস্থা পরিবর্তন এর নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, সিরাজগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক প্রমুখ।

গভায় এছাড়া ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)‘র প্রতিবন্ধীতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, এমডিপি‘র প্রোজেক্ট কো অর্ডিনেটর মোছা. আখি খাতুন, দীপ সেতু‘র প্রতিনিধি মো. সহিদুল ইসলাম, কেপিইউএস এর নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলম, মল্লিকা মহিলা উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসি, পিডাব্লিউডি‘র নির্বাহী পরিচালক হুসনে আরা জলিসহ বিভিন্ন বেসরকারি সংস্থা সমুহের প্রতিনিধি, ধর্মীর প্রতিষ্ঠান প্রতিনিধি এইচআরডি ও সিএসও কোয়ালিশনের সদস্য এবং প্রিন্ট ও  গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button